এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব ধরনের ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ঐতিহাসিক এ রায়ে দৌলতদিয়া যৌনপল্লির মাঝে দীর্ঘদিনের অমিমাংসিত সমস্যার সমাধান হলো। দৌলতদিয়া পতিতা পল্লির বাসিন্দা আঁখি জানান মেয়েদের মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এ রায় গুরুত্বপুর্ন। এই রায়ের ফলে আমাদের দীর্ঘদিনের বিড়ম্বনা,সিমাহীন সমস্যার সমাধান দেখতে পাচ্ছি আখিঁ মনে করেন হাইকোর্টের ঐতিহাসিক এ রায় রাজবাড়ী যৌনপল্লির দীর্ঘদিনের সমস্যার সমাধান এনে দিলো।রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডাঃ পুর্নিমা দত্ত তার অভিব্যক্তি প্রকাশ করে জানান।এ রায়কে আমরা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল মনে করি।এ রায় মেয়েদের কে মানুষ হিসাবে স্বৃকিতি দিলো। এ রায় কে আমরা অভিনন্দন জানাই।