কুমিল্লার তিতাসে চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার কলকান্দি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস।
এসময় আরো বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া, সমাজসেবক জামাল সরকার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এ.এসআই ইমরুল, ইউপি সচিব কাজী কামাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, মাওলানা আবদুল আউয়াল, আনিস মোল্লা, কবির সরকার, কামাল সরকার, গিয়াস উদ্দিন সরকার, মাসুক মুন্সি, হাজী ধনু কবির, মামুন সরকার, শাহজান মেম্বার, জাকির সরকার, সামছু সওদাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম ও সকল ইউপি সদস্যসহ ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।