রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হবার খবর পাওয়া গেছে।
বুধবার বিকেল হতে সন্ধ্যার পর পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
ওসি জানান, ঐ ওয়ার্ডে গংগ্রিছড়া পাড়া এলাকায় জেএসএস এবং এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় দলের সম্রাট (৩২) নামে একজন গোলাগুলিতে নিহত হয়েছেন নিশ্চিত করেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো।
সাথে ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে রাত ১০ টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগ করা হলে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া নামক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি। এর পর ইউপি চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, কোন কোন দলের মধ্যে হয়েছে এই বন্দুক যু দ্ব সংঘর্ষ হয়েছে ঠিক খবর জানতে পারেননি।