সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈল উপজেলায় ৭বছরের করোনা আক্রান্ত মেয়ে শিশুটিকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা:ফিরোজ আলম।
শনিবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন,
ওই শিশুটি হাসপাতালে অন্যত্র জায়গাতে ছিলো, তাই তাকে প্রাথমিক ভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে শিশুটিকে দেখার সঙ্গে সঙ্গে করোনা আইশোলেশন ইউনিটে রাখা হয়েছে।
তার খাবার ও আনুষাঙ্গিক বিষয় গুলো উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দেয়া হবে।
এর আগে আক্রান্ত শিশুটি’র খোঁজ মিলছিলোনা না গত ১২ ঘন্টায়। তার খোঁজে মরিয়া হয়ে উঠেছিলো প্রশাসন।