কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় আহত দরিদ্র সিএনজি চালক রবি আউয়াল (৪৫) কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’।
শুক্রবার সকালে আহতের নিজ বাড়ি উপজেলার দড়িমাছিমপুর গ্রামে গিয়ে তার হাতে নগদ ১০,০০০ হাজার টাকা তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এমআই টিপু, ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সবুজ খান, মোঃ মনোয়ার হোসেন মুন্না, সোহাগ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা, পারভেজ খান ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অনেকেই।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। স্বল্প সময়ে অসংখ্য মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব মানবতার কল্যাণে আছে এবং ভবিষ্যৎও থাকবে ইনশাআল্লাহ।