1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বত্তরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

খুটাখালীতে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বত্তরা

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার

লবণ মাঠের পলিথিনের সাথে এ কেমন শত্রূতা! যে সময়ে দাদন ব্যবসায়িদের টাকা শোধ করার জন্য লবণ উৎপাদনে যুদ্ধ নেমেছে প্রান্তিক চাষীরা, এমনতর সময়ে স্থানীয় অসহায় এক চাষীর লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে লবণ ও সেলু মেশিন। এতে ঐ চাষীর অনুমানিক সাড়ে ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী লবণ চাষী আনোয়ার হোসেন।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বড় নাইফর ঘোনায়। শনিবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ফুলছড়ি ৮নং ওয়ার্ড গ্রামের মৃত নুর হোসেনের পুত্র আনোয়ার হোসেনের ৪ কানি লবণ মাঠের পলিথিন কেটে দেয় দুর্বৃত্তরা।

পূর্ব শত্রূতার জের ধরে রাতের অন্ধকারে লবণ মাঠের পলিথিন কেটে লবণ উৎপাদন ব্যাহত করেছে বলে দাবী করেন ভুক্তভোগী লবণ চাষী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘এক সনা’ হিসেবে লবণ চাষী আনোয়ার তার অপারপর ভাইদের কাছ থেকে চুক্তিসাপেক্ষে ৪ কানি মাঠ লবণ চাষের জন্য নেয়। এভাবে আরো ৬/৭ কানি লবণ মাঠে চাষ করে আসছেন। ঘটনার দিন রাতে স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লবণ মাঠের পলিথিন কেটে ‘অর্ধ ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলে বলে অভিযোগ করেন আনোয়ার। সকালে লবণ মাঠে গিয়ে চাষী আনোয়ার এ অবস্থা দেখে হতবিহব্বল হয়ে পড়েন।

আনোয়ার হোসেন জানান, নুরুল আজিমের সাথে পারিবারিক সম্পত্তির বিরোধ রয়েছে। বিগত ক’বছর পূর্বে থেকে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার পিছু লেগেছে। ২০২২ সালে চকরিয়া থানায়
তার বিরুদ্ধে একটি মামলা করেছিলাম। যার নং ৩৪/৭৪। এর পর থেকে ক্ষুব্ধ হয়ে প্রতিনিয়ত আমার পরিবারের নানাভাবে ক্ষতি করে আসছে। একই সাথে ওই দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে নানা ধরনের হুমকি অব্যাহত রেখেছে।

এসব কারনে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ফলে আমি বাদি হয়ে চকরিয়া থানায় গত ১৩/৪/২২ ইং সাধারন ডায়েরি করেছি। এতে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমি সামান্য লবণ মাঠ করে সংসার চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযুক্ত নুরুল আজিম মেম্বার ঘটনা অস্বীকার করে বলেন, মুলত তারা আমার বন্ধকীয় ঐ ৪ কানি মাঠ দখল করছে। কিছুদিন পুর্বে আমার মাঠের চাষাকে মারধর করে পলিথিন ও মেশিন লুট করে নিয়ে গেছে। তারা সম্পুর্ন গায়ের জোরে একেরপর এক ঐ চিংড়ি ঘেরের লবণ মাঠে লুটপাট ও তান্ডব চালিয়ে আসছে। তাদের কাছে পুরো ফুলছড়িবাসী জিম্মি। তাদের বিরুদ্ধে থানা প্রশাসনে লিখিত অভিযোগ দেয়া আছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম