চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিতে মাটি সরে উত্তর পাশে মধ্যেখানে ধস নেমেছে। যেকোন মুর্হুতে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশাঙ্কা রয়েছে। এই জেটিতে প্রতিদিন ১শ থেকে আরো অধিক গাড়ী সার আনলোড হয়। সরেজমিনে দেখাযায়, সিইউএফএল জেটিটি পুরাতন হয়ে জরাজীর্ণ হয়ে গেছে। ট্রাক চালকরা জানান জেটিটি যে কোন সময়ে ধসে যাওয়ার আশাঙ্কা করা হচ্ছে। জেটিতে আগে একসঙ্গে তিন-চারটা জাহাজে সার আনলোড করা হতো এখন দৈনিক শুধুমাত্র একটি জাহাজে সার আনলোড করা হয়। জেটিটি দ্রুত সম্পসারণ করার দাবী জানান জেটিতে কর্মরত শ্রমিকরা। এই এব্যাপারে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, জেটি মেরামত কাজ প্রক্রিয়া ধীন রয়েছে। মেরামত কাজটি যাতে টেকসই ও গুনগত মান সম্পন্ন হয় সেই বিবেচনায় উক্ত কাজের পরীক্ষা নিরীক্ষা করে ড্রইং ডিজাইন করার জন্য চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কে নিয়োজিত করা হয়েছে। তাদের প্রতিবেদন ও সুপারিশ মোতাবেক পরবর্তী ব্যবস্হা গ্রহন করা হবে।