নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের একাদশ শ্রেনীর নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে কলেজ অডিটোরিমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম।
এসময় আরও উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা আক্তার মেরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্যা খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সাধারন সম্পাদক, সাহজাদা ইকবাল রিপন,
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব প্রধান করে। তারই অংশ হিসেবে চাটখিল-সোনাইমুড়ি উপজেলায় প্রায় সব কয়টি বিদ্যালয়ের নতুন ভবন, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ভবনসহ শিক্ষার উপকরন প্রদান করা হয়েছে।