কুমিল্লার চৌদ্দগ্রামে নান্দনিক শিল্পচর্চা ও সাংস্কৃতিক কেন্দ্র ‘নবধারা’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ এনআরবিসি ব্যাংক ভবনের চতুর্থ তলায় নবধারা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী।
‘নবধারা’ এর সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, এনআরবিসি ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবধারার প্রশিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।