খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশ ব্যাপি বিএনপি,জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল-করার চেষ্টার প্রতিবাদে শান্তি সমাবেশে অনুষ্ঠিত।
১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে বিএনপি, জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল-করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শান্তি সমাবেশ করে ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
শান্তি সমাবেশের আগে বিক্ষোভ মিছিল দলীয় কার্য্যালয় থেকে বের হয়ে জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর,তিনি বরেন, শান্তিপূর্ন এদেশে জামায়াত-বিএনপি’র দোসররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।
বিএনপি জামাতের উদ্দেশ্যে করে বলেন দেশে নৈরাজ্য ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা বন্ধ করে শান্তির পথে ফিরে আসুন না জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
এসময় গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশ্য চৌধুরী,আওয়ামীলীগ নেতা শেখ হাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের, সহ-সভাপতি মোঃ সুবেদার আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন,গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, গুইমারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী চৌধুরী রুবেল ,উপজেলা ছাত্র লীগের সভাপতি আনন্দ সোম, ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল, যুবলীগের, সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রুইউও চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।