১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও জেলায় প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণের পূর্বে জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় ঠাকুরগাঁও – ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও দিনাজপুর – ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাকক্ষে জেলা ও উপজেলার নেতাকর্মীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ঠাকুরগাঁও জেলা ও উপজেলার প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন নিয়ে এলাকার জনগণকে উদ্বুদ্ধ করা সহ সামনে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসে সেই ধারাবাহিকতায় কাজ করার আহ্বান জানান।